জেলা

আজ থেকে নাগেরবাজারের পরিবর্তে দমদম জিটিআর থেকে নাগেরবাজার-হাওড়া মিনি এবং ২০২ রুটের বাস ছাড়বে

দমদম রোডের বাগজোলা খালের উপরের কালভার্টের স্বাস্থ্য বিপজ্জনক। রাস্তায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে সমস্যায় পড়েছে দুটি গুরুত্বপূর্ণ বাস রুট। প্রশাসন ও বাস মালিকদের মিলিত বৈঠকে মিলল সমাধান সূত্র। ২০২ রুটের বেসরকারি বাস এবং নাগেরবাজার-হাওড়া মিনি, এই দুটি রুটের জন্য নয়া বাসস্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও বারাকপুর ট্রাফিক পুলিস সূত্রের খবর, আজ, বুধবার থেকে নাগেরবাজারের পরিবর্তে দমদম জিটিআর থেকে এই দুটি রুটের বাস ছাড়বে। এরপর দমদম স্টেশন হয়ে স্থায়ী রুট ধরে গন্তব্যে পৌঁছে যাবে বাসগুলি। দক্ষিণ দমদম পুরসভার মুখ্য প্রশাসক পাচু রায় জানিয়েছেন, সোমবার একটি প্রশাসনিক বৈঠক করা হয়। সেখানে এই দুটি রুটের বাস মালিকদের সঙ্গে কথা বলেন পুরসভার পূর্তবিভাগ, দমদম থানা ও বারাকপুর ট্রাফিক বিভাগের আধিকারিকরা। সেখানে ২০২ ও নাগেরবাজার-হাওড়া স্টেশন মিনির রুটের জন্য নতুন বাসস্ট্যান্ডের আবেদন জানান বাসমালিকরা। কালভার্ট ঠিক না হওয়া পর্যন্ত সাময়িক সমাধান সূত্রের দাবি জানান তাঁরা। এরপরেই মঙ্গলবার দুপুরে পুলিস-প্রশাসনের একটি প্রতিনিধি দল দমদম রোড ইনসপেকশনে যান। ছিলেন দমদমের এসিপি, থানার আইসি এবং পুর আধিকারিকরা। তাঁদের তরফে বাস চলাচল নিয়ে একটি যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্য পুরপ্রশাসক বলেন, এই কালভার্ট সম্পূর্ণরূপে মেরামত করে বাস চলাচলের যোগ্য করে তুলতে বছর দেড়েক সময় লাগবে। ততদিনে ঘুরপথে এই দুটি বাস রুটের যাওয়া সম্ভব নয়। তাই দমদম জিটিআর সংলগ্ন একটি জায়গা দেখা হয়েছে। সেখানেই আপাতত দুটি বাস রুটে সাময়িক স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, আজ থেকে নাগেরবাজার মোড়ে ২০২ ও নাগেরবাজার-হাওড়া মিনি জিটিআর থেকে ছাড়বে। সেখান থেকেই বাস ধরতে পারবেন সবাই। ২০২ রুটের বাস দমদম জিটিআর থেকে বেকবাগান পর্যন্ত যাবে।