কলকাতা

রাজ্য পুলিসের ডিজি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন নীরজনয়ন পাণ্ডে

আজ রাজ্য পুলিসের ডিজি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন নীরজনয়ন পাণ্ডে। তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন বিদায়ী ডিজি বীরেন্দ্র। দায়িত্ব নেওয়ার পর আজই নীরজনয়ন পাণ্ডে সঙ্গে বৈঠক করতে পারেন নির্বাচন কমিশন।