দেশ

আজ সকাল থেকে ভোট চলছে মেঘালয় এবং নাগাল্যাণ্ডে

সারা দেশের নজর আর মেঘালয় এবং নাগাল্যাণ্ডে। কারণ এই দুই রাজ্যে আজ হচ্ছে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট মেঘালয়ে। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের লম্বা লাইন সকাল থেকেই। শিলং হোক বা তুরা-সর্বত্রই একই ছবি। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথম থেকেই সজাগ ছিল কমিশন৷ এবারে মেঘালয়ে কার্যত পঞ্চমুখী লড়াই৷ একদিকে ন্যাশানাল পিপলস পার্টি, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে কংগ্রেস, একদিকে ইউডি আইপি। মেঘালয়ে গত পাঁচ বছর ন্যাশানাল পিপলস পার্টি (এনপিপি) ও বিজেপি মিলে সরকার চালালেও, এ বারের ভোটের পৃথক ভাবে লড়াই করছে তাঁরা। কনরাড সাংমার নেতৃত্বাধীন দল এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। আর বিজেপি সব আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও সব আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)আবার ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাঁরাও ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে। মেঘালয়ে  ৬০টি বিধানসভা কেন্দ্র। তবে ৫৯টি আসনে ভোট হচ্ছে। একটিতে হচ্ছে না প্রার্থীর মৃত্যুজনিত কারণে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর লোকজন টহল দেওয়ার সঙ্গে বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায়। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে এখন যাতে কেউ আসতে না পারেন সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে। ২ তারিখ, নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত ওই আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ থাকবে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাগাল্যাণ্ড এবং মেঘালয়ে নির্বাচন শুরু হয়েছে। নাগাল্যাণ্ডে ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫৯ টিতে ১৮৩ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে। নাগাল্যাণ্ডে রয়েছে প্রায় ১,৩০০,০০০ এর বেশি ভোটার। ইতিমধ্যেই অবশ্য নাগাল্যাণ্ডে বিজেপি প্রার্থী এবং বর্তমান বিধায়ক কাজেতো কিনিমি জুনহেবোটো জেলার আকুলুতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পাশাপাশি মেঘালয়তেও ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫৯ টি আসনে ভোট হবে।