দেশ

দিল্লিতে পেট্রোলকে টপকে গেল ডিজেলের দাম

নয়াদিল্লিঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেষ নির্দেশিকা অনুসারে বুধবার সকাল ৬টা থেকে ডিজেলের প্রতি লিটার দাম ৪৮ পয়সা বেড়ে দাঁড়াল ৭৯.৮৮ টাকা। লকডাউনের পরবর্তী সময়ে এই নিয়ে ১৮তম বার বাড়ল ডিজেলের দাম। এদিকে পেট্রোলের দাম এদিন ৭৯.৭৬ লিটারই থেকেছে। ফলে বুধবার, দেশের রাজধানীতে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম দাঁড়াল বেশি।