কলকাতাঃ আজ রাজ্যে জুড়ে সম্পূর্ণ লকডাউন। আজই এ মাসের প্রথম সম্পূর্ণ লকডাউন। চলতি সপ্তাহে আরও ২দিন, ১১ এবং ১২ তারিখ লকডাউন হবে। স্কুল, কলেজ, বাজার, দোকানপাট, ব্যাংক সব বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি কোনও পরিবহণই চলবে না। ওঠানামা করবে না বিমানও। সম্পূর্ণ লকডাউন যাতে সঠিকভাবে মানা হয়, তা দেখার জন্য পুলিসকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আগের লকডাউনের মতোই আজও পুলিসকে কড়া শাসন ও তৎপরতা জারি রাখতে বলেছে নবান্ন। আনলক ৪-এর গাইডলাইনে কেন্দ্র স্পষ্ট জানিয়েছিল, দিল্লির সঙ্গে আলোচনা না করে পূর্ণ লকডাউন করা যাবে না। কিন্তু গোষ্ঠী সংক্রমণ রুখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই তাঁর পূর্বঘোষিত এই সিদ্ধান্তে অটল থেকেছেন।