জেলা

যতই নাড়ো কলকাঠি, নবান্নে ফের হাওয়াই চটি: অভিষেক

কেন্দ্রের একাধিক বিজেপি নেতামন্ত্রীকে সাতগাছিয়া জনসভা থেকে নাম নিয়ে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বললেন, বিজেপির কোনও নেতার বুকের পাটা নেই নাম নিয়ে আক্রমণ করার, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়ে দাবি করলেন, কেউ যতই কল কাটি নাড়ুক, নবান্নে ফের হাওয়াই চটিই আসবে। এদিন জনসভা থেকে অভিষেক মন্তব্য করেন, তৃণমূল আর যাই করুক মায়ের সঙ্গে বেইমানি করে না, রাজনীতি করতে হলে বিজেপিকে উন্নয়নের রাজনীতি করতে হবে, ধর্মের রাজনীতি বন্ধ হওয়ার ডাক দেন তিনি। এই প্রেক্ষিতে বলেন, উন্নয়নের রাজনীতি নিয়ে বিজেপি যেখানে গিয়ে কথা বলতে বলবে, সেখানে গিয়ে তিনি কথা বলবেন, তাদের পরাজিত করবেন। এই প্রেক্ষিতে তৃণমূল সংসদের দাবি, যতই চেষ্টা করা হোক বাংলা থেকে তৃণমূলকে সরানো যাবে না। কারণ এখানে কেউ লিফটে করে ওঠেনি, হেলিকপ্টার করেও নামেনি।এই প্রসঙ্গে কথা  বলতে গিয়েই জোর গলায় স্লোগান দেন অভিষেক, ‘যতই নাড়ো কল-কাঠি, নবান্নে ফের হাওয়াই চটি’! একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা করেন অভিষেক। বলেন, বাম জমানায় পতন ঘটিয়ে বাংলায় নতুন সূর্যোদয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়াই করতে গেলে বিজেপির হাত ঝলসে যাবে।