কলকাতা

আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবার শহরে মশাল মিছিল

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার শহরে মিছিল। আর সেই মিছিল থেকে উঠল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান! ঘটনাটি ঘটেছে যাদবপুরে। রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দোষীদের কবে শাস্তি পাবে? ফের পথে নামলেন জুনিয়র চিকিত্‍সক। কলকাতার ৭ মেডিক্যাল কলেজ থেকে বেরোল মশাল মিছিল।  এদিকে আরজি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল হয় যাদবপুরেও। সেউ মিছিলে  ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান দিতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।