ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। ২৪ ঘণ্টার টানা দুর্যোগে ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু’জন নিখোঁজ। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিশেষভাবে স্পর্শকাতর কুমায়ুন এলাকা। যেখানে জাতীয় সড়ক-সহ ৪৭৮টি রাস্তার বেহাল দশা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরাখণ্ডে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাজ্যের অধিকাংশ এলাকাতেই যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে শনিবার পরপর ধস নেমেছে। লম্বাগড়, নন্দপ্রয়াগ, সোনালা এবং ব্যারাজ কুঞ্জের রাস্তা ধসের জেরে ক্ষতিগ্রস্ত। পরিবর্ত রুট সাকোট এবং নন্দপ্রয়াগের মাঝেও ধস নেমেছে। চামোলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বদ্রীনাথ জাতীয় সড়কে একের পর এক ধস নামায় সেখানে গাড়ি যাতায়াত করতে দেওয়া সম্ভব হচ্ছে না। ঝুঁকি এড়াতে পর্যটক এবং স্থানীয়দের এই রুট নিতে নিষেধ করা হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। অপ্রয়োজনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাউকে না বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি।