কলকাতা

নবান্ন অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতায় ৩৪ টি রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ

মঙ্গলে ‘নবান্ন’ অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ছাত্র সমাজ’ নামক এক গোষ্ঠী।  একই দিনে পড়েছে ইউজিসি নেট পরীক্ষা। এই আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চলেছে নবান্ন চত্বর’কে। শুধু তাই নয়, যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টারে পৌঁছাতে দেরি না হয় তার পুরো বন্দোবস্ত করে রেখেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এছাড়া কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক বিধিনিষেধ জারি করেছে কেপি। রবিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ অগস্ট) কলকাতার একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র যে সব পণ্যবাহী গাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি এবং পচনশীল জিনিসপত্র বহন করবে, সেগুলিকে ছাড় দেওয়া হবে বলে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। দেখে নিন কোন কোন রাস্তায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।