পরিযায়ী শ্রমিকের পর এবার কৃষক। বুধবার কাকভোরে বেপরোয়া ট্রাকের চাকায় প্রাণ গেল ৬ কৃষকের এবং আহত ১ ।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার ফ্রেন্ডস কলোনি লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে। মিনি ট্রাকে চড়ে বাজারে সবজি বিক্রি করতে গিয়েছিল কৃষকের দল। বিক্রিবাট্টা সেরে বাড়ি ফেরার পথে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁদের মিনি ট্রাকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন সকলে। কৃষকদের পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাক। ঘটানাস্থলেই ৬ কৃষকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় এক জন। আহত কৃষকদের স্থানীয় হাস পাতে ভর্তি করা হয়েছে।