খেলা

১৬ রানে জয়ী ট্রেলব্লেজার

এবারের আইপিএলের  Women’s T20 Challenge -এর ফাইনালে মুখোমুখি হয়েছে ট্রেলব্লেজার ও সুপারনোভা৷ এদিন শারজার ফাইনালে টসে জিতে সুপারনোভা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়৷ ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স ট্রেলব্লেজারের স্মৃতি মন্ধানার৷ মাত্র ৪৯ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৫ টি চার দিয়ে ৩ টি ছয় দিয়ে৷ মূলত এদিন তাঁর ব্যাটের সৌজন্যেই ২০ ওভারে ৮ উইকেটে১১৮ রান করে ট্রেলব্লেজার৷ স্মৃতি ছাড়া বাকি সকলেই এদিন ফ্লপ ব্যাট হাতে৷ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান অন্য ওপেনার ডটইনের৷ এদিন স্মৃতি মন্ধানা একেবারে অধিনায়কোচিত ইনিংসই খেলেন। সুপারনোভার হয়ে রাধা যাদব সফলতম বোলার। তিনি একাই নেন পাঁচ উইকেট।আইপিএলে মেয়েদের টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের  ইতিহাসে প্রথমবার কোনও মহিলা ক্রিকেটার  এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন৷ শশীকলা সিরিওয়ার্ধনে ১৮ বলে ১৯ করেন, তানিয়া ভাটিয়া ১৪, জেমিমা রডরিগেজ ১৩ রান করেন৷ অধিনায়ক হরমনপ্রীত কউর ধীরেসুস্থে স্কোর এগোলেও এদিনের ব্যাটিংয়ে তাঁর চেনা ঝাঁঝ একেবারেই ছিল না৷ ৩৬ বলে ৩০ রান করে সলমা খাতুনের বলে বোল্ড হয়ে যান তিনি৷ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রানই করতে পারল তারা৷