দেশ

ধানবাদে আচমকা ব্রেক, ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু

অল্পের জন‍্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ ​​মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেলের এক অফিসিয়াল জানান, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছিল। তখনই আচমকা ওভারহেড বৈদ্যুতিক তার ছিড়েঁ যাওয়ার কারণে চালক ট্রেনটিকে থামানোর জন্য জরুরি ব্রেক প্রয়োগ করেন। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক জরুরি ব্রেক কষেন। তবে, হঠাৎ ব্রেক কষায় প্রবল ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ধানবাদ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্স ম্যানেজার অমেরেশ কুমার বলেন, “আচমকা বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়, ট্রেন থামাতে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়েছিল, এবং ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে।”