ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিবার রাত ১টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে রাজস্থানের আজমেঢ়ে। লাইনচ্যুত হয়ে যায় সবরমতি-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। আজমেঢ়ের মাদার রেলস্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর, সবরমতি-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিন ও চারটি কোচ মাদার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। দুর্ঘটনার সময়ে ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। রাত একটা নাগাদ প্রচণ্ড আওয়াজে তাঁদের ঘুম ভাঙে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেল আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। রেল সূত্রে খবর, দুই ট্রেনের সংঘর্ষে কারোওর মৃত্যু হয়নি। একাধিক ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে খবর। বেশ কয়েকজন যাত্রীর সামান্য চোট লেগেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমেঢ় স্টেশনে নিয়ে যাওয়া হয়। রেল আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। আপাতত ছটি ট্রেন বাতিল হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে আরও দুটি ট্রেন। আহতদের পরিবারের জন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গড়েছে রেল।