বনগাঁ স্টেশনে রেললাইনে ফাটল। প্রায় আধ ঘণ্টার কাছাকাছি সময় ধরে শিয়ালদা লাইনে আপ ডাউন রেল চলাচল বন্ধ রয়েছে। সমস্যায় নিত্যযাত্রীরা। সূত্রের খবর, বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়তে পারছে না। দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। অসংখ্য যাত্রীর যাতায়াতের ভরসা রেল। রাজ্যের অন্যতম ব্যস্ত রেললাইনে ফাটলের কারণে বড় সমস্যায় নিত্যযাত্রীরা। যদিও ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রেল কর্তৃপক্ষ। তবে রেলের যাত্রায় বিঘ্ন হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।