ঝড় বৃষ্টি শুরু হতে না হতেই বিপত্তি। রেললাইনে প্যান্টোগ্রাফ ভেঙে থমকাল শতাব্দী এক্সপ্রেসের চাকা। জানা গিয়েছে, ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে আটকে পড়ে আপ শতাব্দী এক্সপ্রেস। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বর্ধমান রামপুরহাটে আটকে থাকে ট্রেনটি বলে খবর। আপ ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুধু শতাব্দী নয়, আটকে পড়ে লোকাল ট্রেনও। অফিস ফিরতি পথে স্টেশনে স্টেশনে আটকে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, বর্ধমান রামপুরহাট লুপলাইনের ঝাপটের ঢাল ও বনপাস স্টেশনের মাঝে দাঁড়িয়ে আছে আপ শতাব্দী এক্সপ্রেস। ১২০৪১ আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে বর্ধমান অবধি পৌঁছতে না পৌঁছতেই বিপত্তি। বহুক্ষণ ধরে একই জায়গায় আটকে থাকায় অস্থির হয়ে ওঠেন যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে, ”বিকেল ৪ -৩০ মিনিট থেকে আপ শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। মেরামতের কাজ চলছে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল শুরু হবে।”