কলকাতা

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল, ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা সরকার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে চাকরি পাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছিলেন ববিতা সরকার। সেই মামলায় তিনি জয়ের মুখ দেখে শুধু যে সেই চাকরি পেয়েছিলেন তাই নয়, অঙ্কিতার পাওয়া বেতন বাবদ প্রায় ১৬ লক্ষ টাকাও পেয়েছিলেন। সবটাই ছিল আদালতের নির্দেশ। কিন্তু সেই চাকরি ধরে রাখতে পারছেন না ববিতা। কেননা তিনি যে তথ্য দায়ের করে চাকরির দাবি করেছিলেন এবং যে তথ্যের ওপর দাঁড়িয়ে আদালত সেই চাকরি অঙ্কিতার কাছ থেকে কেড়ে তাকে প্রদান করেছিল, সেই তথ্যই ছিল ভুল। তার জেরে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতার কাছ থেকে চাকরি কেড়ে তা তুলে দেন অনামিকা রায়ের হাতে। সঙ্গে অঙ্কিতার বেতনের প্রায় ১৬ লক্ষ টাকাও দিতে বলেন। সেই রায়কে এবার চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেলেন ববিতা। অঙ্কিতার কাছ থেকে চাকরি কাড়তে যেমন ববিতা মামলা করেছিলেন, তেমনি ববিতার কাছ থেকে চাকরি কাড়তে অনামিকা মামলা করেছিলেন। সেই মামলায় জয় হয়েছে অনামিকার। চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনামিকার দায়ের করার মামলার রায় দেন। সেই রায় তিনি জানিয়েছিলেন, ববিতার চাকরি অনামিকা পাবে এবং অঙ্কিতার বেতনের যে টাকা ববিতা পেয়েছিলেন, সেই টাকা এবার ববিতাকে তুলে দিতে হবে অনামিকার হাতে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার ববিতা মামলা ঠুকেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তার আবেদন খতিয়ে দেখে বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।