জেলা

বিদ্যুৎ বিভ্রাটের জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় আধ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

রবিবার ওভারহেড লাইনে বিদ্যুৎ না থাকার দরুণ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। রবিবার সকাল ৯য়া নাগাদ এই ঘটনা ঘটে। এদিন ছুটির দিন থাকায় অফিস কাছারি ছুটি, ফলে কিছুটা রক্ষে। না হলে দুর্ভোগে পড়তেন কয়েক হাজার যাত্রীরা। রেলওয়ে পরিষেবা একটি জরুরি পরিষেবা।  সেই পরিষেবা কেন আচমকা আধ ঘন্টা ওভার হেড লাইনে বিদ্যু্ৎ বিভ্রাটের কারণে বন্ধ থাকল তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। পরিষেবা আচমকা প্রায় ৩০ মিনিট বন্ধ থাকল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের মত, রবিবার অফিস না থাকলেও মানুষ অন্যান্য কাজে বের হন। ছাত্র ছাত্রীদের অনেক পরীক্ষা থাকে। সে ক্ষেত্রে গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ট্রেন একমাত্র ভরসা। আর তাতেও যদি এইরকমভাবে যাত্রীরা অসুবিধায় পড়েন, তাতে আর বলার কিছু থাকে না। তবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা কেন ঘটল, রেল সূত্রে তার কারণ জানানো হয়নি।