যাত্রীদের জন্য সুখবর। আগামী ২০ অক্টোবর থেকে প্রতিদিন হাওড়া থেকে দিঘা ট্রেন চালু করছে ট্রেন। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। রেলের পক্ষে এই ঘোষণা করা হলেও কখন সেই ট্রেন ছাড়বে সেই সময়সারণি এখনও জানানো হয়নি। উত্সবের মরসুমে রেল ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর দেশে মোট ৩৯২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছে। তার মধ্যেই বাঙালির জন্য বড় সুখবর এনে দিল দিঘাগামী ট্রেন চালু হওয়ার খবর। শুধু দিঘা নয়, পুরী যাওয়ার জন্যও এই সময়টায় প্রতিদিন ট্রেন চালাবে রেল। রেলের ঘোষণা মতো উত্সবের সময়ে বিশেষ ট্রেনগুলি কলকাতা, পটনা, বারাণসী, লখনউয়ের মতো নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে চলাচল করবে। এর মধ্যে ৬৬টি ট্রেন রয়েছে বাংলার জন্য। এগুলি হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে। যাঁরা পুজোর সময়ে রাজ্যের মধ্যেই পাহাড়ে বা জঙ্গলে যেতে চান তাঁদের জন্যও সুখবর রয়েছে। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ আলিপুরদুয়ারের ট্রেন চলবে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর। খুব তাড়াতাড়ি রেল এই সব ট্রেনের সময়সারণি প্রকাশ করবে বলে জানিয়েছে। তবে এগুলি যেহেতু স্পেশাল ট্রেন তাই বিশেষ ভাড়াও প্রযোজ্য হবে। যাত্রীরা কোন শ্রেণিতে টিকিট কাটছেন, তার ভিত্তিতে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে।চিকিত্সক থেকে প্রশাসন সকলেই এবার সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে পুজো কাটাতে বলছেন। এমন পরিস্থিতিতে বিশেষ ট্রেনগুলি কলকাতার চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে। অন্য দিকে, একটা চিন্তা থেকেই যাচ্ছে, ট্রেন চালু হয়ে যাওয়ায় দিঘা-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় বেড়ে যেতে পারে।