ট্রান্সফরমারে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক আইনজীবীর ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায় সিভিল কোর্টে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতের প্রবেশ পথের বাইরে ট্রান্সফরমারটি ছিল ৷ বুধবার সকালে আচমকা সেটিতে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলের কাছেই ছিলেন দেবেন্দ্র প্রসাদ নামে এক আইনজীবী ৷ ট্রান্সফরমারে বিস্ফোরণের জেরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে ৷ সেই আগুনেই মৃত্যু হয় ওই আইনজীবীর ৷ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আদালত চত্বরে পৌঁছয় স্থানীয় পীরবাহর থানার পুলিশ ৷ ঘটনাস্থলে যায় দমকল ৷ তারাই আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে ওই আইনজীবী বিশেষভাবে সক্ষম ছিলেন ৷ সেই কারণেই তিনি দ্রুত ঘটনাস্থল ছাড়তে পারেননি ৷ তাই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় ৷এই ঘটনার জেরে ব্যাপক হইচই পড়ে আদালত চত্বরে ৷ আইনজীবীরা ঘটনাস্থলে জড়ো হয়ে সেখানে ভাঙচুর চালান ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আইনজীবীদের ক্ষোভ প্রশমিত হয়নি ৷ তারা আদালতের বাইরে ধরনায় বসেছেন ৷ এর জেরে আদালতের কাজ ব্যাহত হয় ৷ বহু বিচারপ্রার্থী দুর্ভোগের মুখে পড়েন ৷এ দিকে এই ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ তাঁদের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ এদিকে ঘটনাস্থলে যান পটনা টাউনের ডিএসপি অশোক কুমার সিং ৷ তিনি জানান, ক্ষুব্ধ আইনজীবীরা নিহতের দেহ উদ্ধারে বাধা দিয়েছে ৷ প্রশাসনের জন্য পথ অবরুদ্ধ করে রাখা হয় দীর্ঘক্ষণ । ক্ষুব্ধ আইনজীবীরা পুলিশ-প্রশাসনের কাজেও বাধা দেন ৷ তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত হবে ৷ কার গাফলিততে এই ঘটনা ঘটল, সেটাও খতিয়ে দেখা হবে ৷