ডুবে গেল পণ্যবাহী ট্রলার। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর উপকূল থানার বেনুবনের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে একটি বালিবোঝাই ট্রলার সাগরে আসছিল । সেই সময় হঠাৎ মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটির নিচে ফুটো হয়ে জল ঢুকতে থাকে । সেই সময় ট্রলারে থাকা মাঝি-সহ চারজন সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেন ৷ চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা খবর দেন গঙ্গাসাগর উপকূল থানায় । এরপর গঙ্গাসাগর উপকূল থানার উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ । নিরাপদে উদ্ধার করা হয় মাঝি-সহ চারজনকে । কিন্তু ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ।
প্রতীকী ছবি।