বীরভূমের রামপুরহাটে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ ভোরে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে যাওয়ার সময় দুমকা রামপুরহাট রাস্তার ওপরে ঝনঝনিয়া ব্রিজের নিচে জলের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন । রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গেছে, ছোট নালার জলে একটি ছোট সাদা কাপড় জড়ানো অবস্থায় মৃত দেহটি পড়েছিল ৷ মৃতের ডান কপালে ও গালে ক্ষতচিহ্ন রয়েছে । মৃত মহিলার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর । পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক ধারণা মহিলাটি আদিবাসী । তবে কি কারণে মহিলার মৃত্যু হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।