মহারাষ্ট্রে ঝড়ে উপড়ে যাওয়া গাছের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। জখম হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে, আকোলা এলাকার একটি মন্দির চত্বরে। জানা গিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে একটি টিনের ছাউনির নীচে আশ্রয় নেন প্রায় ৪০ জন মানুষ। সেই সময় ওই ছাউনির উপর পাশের একটি প্রকাণ্ড নিম গাছ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়ে যান প্রত্যেকে। তাঁদের মধ্যেই প্রাণ হারান ৭ জন মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে জেসিবি মেশিন কাজে লাগিয়ে সবাইকে উদ্ধার করে পুলিশ। শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, “মন্দিরের সামনে টিনের শেড চাপা পড়ে ভক্তদের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তাঁদের সঙ্গে সমানেই যোগাযোগ রাখছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) সিদ্ধান্ত নিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে।”