দেশ

থানাতেই রাতভর দোলা-ডেরেকরা! প্রতিবাদে থানার বাইরে অবস্থান বিক্ষোভ তৃণমূল সাংসদদের

সকাল থেকেই দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ প্রতিনিধিরা। গতকাল বিকেল ৫’টা নাগাদ তাঁরা ধর্না অবস্থান শুরু করেন নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে। কিন্তু, কিছুক্ষণ পরেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। আটকও করা হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের সঙ্গে বলপূর্বক ধস্তাধস্তি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদেরও। তারপরেই থানার বাইরে অবস্থান তাঁদের। মঙ্গলবার সকাল থেকেই থানার মধ্যে তাঁরা এই ধর্না অবস্থান শুরু করেন। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজভবনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দিল্লির ইসি’তে দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এর কারিগর হল নির্বাচন কমিশন। আমাদের মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। দোলা সেনকে অমানবিক ভাবে নিয়ে যাওয়া হয়েছে টেনে হিঁচড়ে,ডেরেককে চ্যাংদোলা করে নিয়ে গেছে।’’ তৃণমূল কংগ্রেস শিবিরের দাবি, তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে। তৃণমূলের চাপের মুখে কমিশন কি কোনও পদক্ষেপ করবে, সেদিকেই আপাতত নজর রাজনৈতিক মহলের।