দেশ

তৃণমূলের জাতীয় দলের তকমা সরতেই রাজ্যসভার সাংসদপদ ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

রাজ্যসভার সাংসদপদ ছাড়লেন তৃণমূল নেতা লুইজিনহো ফেলেইরো। তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারানোর পরদিনই সদস্যপদ ছাড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তবে এর অনেক আগেই পদত্যাগ করলেন লুইজিনহো। এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো ১২ জন৷  গোয়ার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন লুইজিনহো। এর আগে গোয়াপ দু’বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ফালেইরোর হাত ধরেই গোয়া কংগ্রেসে বড়সড় ফাটল ধরায় তৃণমূল৷  একুশ সালেই তাঁকে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় পাঠায় দল। অর্পিতা ঘোষের জায়গায় তাঁকে রাজ্যসভায় সাংসদ করা হয়৷ দলের সর্বভারতীয় সহ সভাপতিও ছিলেন তিনি।