জেলা

ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর

ব্যবসায়ীকে অপহরণ মামলায় সিআইডির হাতে গ্রেফতার হলেন বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। ইতিমধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের গ্রেফাতরের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পেয়ে মিলনকে গ্রেফতার করে তদন্তকারীরা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, সোদপুরের এক আবাসনের পার্কিং থেকে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বারাসতের একটি ফ্ল্যাটে বসে। সেখানে উপস্থিত ছিল ওই ঘটনার মূল অভিযুক্তও। এই মূল অভিযুক্তও ত্রিপুরার বাসিন্দা। তার কাছ থেকে তথ্য নিয়েই ত্রিপুরার ওই ব্যবসায়ীকে অপহরণের ছক কষেছিল গ্রেফতার হওয়া অভিযুক্তরা। এমনকী অপহরণের পরে ওই ব্যক্তিকে যেখানে রাখা হয়েছিল, সেই ভাড়া বাড়িও ঠিক করে দিয়েছিল মূল অভিযুক্ত। যদিও ঘটনার পর থেকেই পলাতক সে। তবে, অপহরণের ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও। গোয়েন্দারা জানিয়েছেন, ওই ঘটনায় উত্তর ২৪ পরগনার এক জনপ্রতিনিধির নাম উঠে এসেছে। অপহরণে তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।