দেশ

জাতীয় দলের তকমা নিয়ে নির্বাচন কমিশনের তলব তৃণমূলকে

জাতীয় দলের তকমা নিয়ে তলব পেয়ে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। মঙ্গলবার মুখ্য নিবার্চন কমিশনার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ এবং রাজ্যসভায় দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। প্রায় আধ ঘন্টা ধরে মুখ্য নিবার্চন কমিশনারের সঙ্গে তিনি কথা বলেন। শুধু তৃণমূল নয়, একই সঙ্গে সিপিআই ও এনসিপির জাতীয় দলের তকমা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। সূত্রের খবর,  তৃণমূল, সিপিআই ও এনসিপিকে এ ব্যাপারে নোটিস দেওয়া হয়েছিল কমিশনের তরফে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের জাতীয় দলের তকমা রাখা হবে? এছাড়াও ৬টি আঞ্চলিক দলের কাছেও একই প্রশ্ন রাখা হয়েছে। প্রত্যেক দলের প্রতিনিধির কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য শুনতে চেয়েছিল কমিশন। সে কারণেই তৃণমূল সাংসদ কমিশনে গিয়েছিলেন।