দেশ

বিতর্কিত মন্তব্যের জের, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের

বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল তৃণমূল । এইসঙ্গে প্রতিবাদ জানিয়ে সংসদের এপিক কমিটিকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। সম্প্রতি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈয়ের আত্মজীবনী ‘জাস্টিস ফর দ্য জাজ: অ্যান অটোবায়োগ্রাফি'(Justice For The Judge: An Autobiography)। নিজের সেই বইয়ের প্রমোশনে বিভিন্ন সংবাদমাধ্যমে আলাপচারিতায় দেখা যাচ্ছে গগৈকে। অভিযোগ, তেমনই একটি আলাপচারিতায় রঞ্জন গগৈ বলেন, “আমার ইচ্ছে হলে আমি রাজ্যসভায় যাই। আমি মনোনিত সদস্য। কোনও দলের লোক না।” আরও বলেন, “রাজ্যসভার ম্যাজিকটা কোথায়? আমি যদি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতাম তাহলে বেতন, ভাতার দিক থেকে ভালোই থাকতাম। কিন্তু আমি রাজ্যসভা থেকে একটি পয়সাও নিচ্ছি না।” বিরোধীদের অভিযোগ, এমন মন্তব্য করে রাজ্যসভার অসম্মান করেছেন গগৈ। তার জেরেই এদিন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। এইসঙ্গে মৌসম নূর ও জহর সরকার সংসদের এপিক কমিটিকে একটি অভিযোগ পত্রও লিখেছেন।