কলকাতা: প্রয়াত ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তমোনাশ। দীর্ঘ একমাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাল্টি অরগ্যান ফেলিওর হয়। কিছুদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমোনাশের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। তমোনাশ ঘোষ তিনবারের ফলতার বিধায়ক ছিলেন। সেই সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইটে জানিয়েছেন,’ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ ছিলেন। আমার ৩৫ বছরের সঙ্গী’।