SIR নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। হাতের পোস্টারে লেখা, ‘চুপি চুপি ভোটের কারচুপি।’ SIR-কে সাইলেন্ট ইনভিজবল রিগিং বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টারে লেখা সে কথাও। ‘SIR পে হল্লা বোল, হল্লা বোল হল্লা বোল’। তৃণমূল সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরাও। উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। শেষে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারপার্সন। বিরোধী বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোকসভাও।


