কলকাতা রাজনীতি

সিঁদুর নিয়ে বিভাজনের রাজনীতি করবেন না, প্রধানমন্ত্রীকে তোপ তৃণমূলের

অপারেশন সিঁদুরের সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির হাতিয়ার করছেন, এমন অভিযোগ আগেই তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে একই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ শুক্রবার আরও একধাপ এগিয়ে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিল তৃণমূল ৷ বলল, সিঁদুর নিয়ে বিভাজনের রাজনীতি করবেন না ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন ৷ আরও একবার জবাব দেন পাকিস্তানকে ৷ অপারেশন সিঁদুরের বাংলার যোগসূত্র তৈরি করে মনে করিয়ে দেন, যেখানে সিঁদুর খেলা হয়, সেখান থেকেই তিনি এই কথা বলছেন ৷ যদিও এই কথা এবং মোদি অপারেশন সিঁদুর নিয়ে যা যা বলেছেন, সবকিছুর নিশানায় ছিল পাকিস্তান ৷ অভ্যন্তরীণ রাজনীতিকে এর মধ্যে তিনি টানেননি ৷ তবুও তৃণমূল কংগ্রেস মনে করে যে সিঁদুর নিয়ে আসলে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী ৷ তাই রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার বলেন, ‘‘দেশের সেনাবাহিনী যখন দেশকে রক্ষার জন্য দাঁড়িয়ে রয়েছে, তখন প্রধানমন্ত্রী আপনি ব্যস্ত ছিলেন বিহারের নির্বাচনে ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘এসব করে বাংলায় চলবে না । বাংলা অন্য জায়গা । এখানে রবীন্দ্রনাথ-নজরুলের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করবেন না । রবীন্দ্রনাথ-নজরুলকে সামনে রেখেই চলে বাংলা । এখানে সিঁদুরকে ব্যবহার করে, বাংলার মেয়েদের আপনার রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করবেন না । আপনার রাজনীতি করার জন্য তাঁদেরকে বাজারে আনবেন না ।’’ চন্দ্রিমা আরও বলেন, ‘‘অপারেশন সিঁদুর এই নিয়ে আমরা কোনও মন্তব্য করছি না । কিন্তু আপনি তো বিভাজন করার চেষ্টা করছেন । আপনি বিভাজনের রাজনীতি সিঁদুর নিয়ে করবেন না ।’’