এবার ভোটের বলি বাসন্তীতে। এদিন ভোটপর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসতে শুরু করেছে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির করেছে সিপিএম এবং নির্দল প্রার্থীর লোকজনরা। বোমার আঘাতে মৃত্যু আনিসুর অস্তাগারের। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথ ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম আনিসুর ওস্তাগর (৫০)। তিনি বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার বাসিন্দা। শনিবার ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলে ভোট দিতে এসেছিলেন। সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিস্ফোরণের বিকট শব্দে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। বুথ ছেড়ে তাঁরা পালিয়ে যান। এদিকে বোমার আঘাতে ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন আনিসুর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।