বিদেশ

এইচ-১বি ভিসা নির্দেশে সই ট্রাম্পের, সমস্যায় পড়বেন বহু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা

চলতি বছরের জুনেই এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার তার এক্সিকিউটিভ অর্ডারে সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে এখন থেকে কোনও ফেডারেল এজেন্সির বিদেশি কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগে নিষেধাজ্ঞা জারি হল। ফলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীদের আমেরিকায় কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। করোনার জেরে সেদেশের বহু মানুষ চাকরি হারিয়েছেন। এর জেরে আপাতত এইচ-১বি ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বহু ভারতীয় ও তথ্য-প্রযুক্তি কোম্পানি সহ প্রায় ৫ লাখের উপর বিভিন্ন দেশের মানুষ, যারা আমেরিকায় চাকরি করেন তারা বিপদে পড়েছেন। সাধারণত, আমেরিকার তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরতরা এইচ-১বি ভিসা ব্যবহার করে থাকেন। মূলত চিন ও ভারত থেকেই তথ্য-প্রযুক্তি কর্মীদের নিয়োগ করে এইসব সংস্থা।