বিদেশ

তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে ভূমিকম্পের জেরে ভূপৃষ্ঠে জোড়া ফাটল

ভূমিকম্পের জেরে তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে তৈরি হয়েছে দু’টি বিশাল ফাটল। ভূপৃষ্ঠকে আড়াআড়ি ভাগ করা বড় ফাটলটি ৩০০ কিলোমিটার দীর্ঘ, ছোটটি ১২৫ কিলোমিটার। ভূপৃষ্ঠের এই ‘ক্ষত’ দৃশ্যমান মহাকাশ থেকেও। দুই দানব ফাটলের ছবি তুলেছে ইউরোপিয়ান আর্থ-অবজার্ভিং স্যাটেলাইট সেন্টিনেল-১। স্যাটেলাইট ছবিতে উঠে আসা এই দুই ফাটল প্রথম চোখে পড়ে ব্রিটেনের সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অপ আর্থকোয়েকস, ভলক্যানোস অ্যান্ড টেকটনিক্স (কমেট)-এর বিজ্ঞানীদের।