দেশ

একসঙ্গে ১২ রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যপাল বদলাল মোদি সরকার

আসলে লোকসভা ভোটের আর বাকি মাত্র ১৪ মাস। এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। একযোগে নতুন রাজ্যপাল পেল দেশের ১২টি রাজ্য। সেই সঙ্গে নতুন উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং লে। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজভবনের নতুন বাসিন্দাদের নাম জানিয়ে দেওয়া হয়।  বদল হচ্ছে মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহারের রাজ্যপাল।  অরুণাচল প্রদেশের রাজ্যপাল বিডি মিশ্রকে বদলি করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে। এক নজরে নতুন রাজ্যপালরা

১) লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিভিক্রাম পরনায়ককে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

২) সিপি রাধাকৃষ্ণাণকে নিয়োগ করা হল ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে।

৩) শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে।

৪) গুলাবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা হ অসমের রাজ্যপাল হিসাবে।

৫) অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজিরকে নিয়োগ করা হল অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসাবে।

৬) বিশ্বভূষণ হরিচন্দন, যিনি এতদিন অন্ধ্র প্রদেশের রাজ্য়পাল ছিলেন, তাঁকে ছত্তীসগঢ়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

৭) ছত্তীসগঢ়ের রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

৮) মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশন, যিনি কিছুদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন, তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল।

৯) বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

১০) হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে নিয়োগ করা হল বিহারের রাজ্যপাল হিসাবে।

১১) ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

১২) অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক

১৩) ব্রিগেডিয়ার বিডি মিশ্র, যিনি অরুণাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন, তাঁকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল।