দেশ

এক সপ্তাহের মধ্যে পর্নগ্রাফিক কনটেন্ট সরাতে হবে, টুইটারকে নোটিস জাতীয় মহিলা কমিশনের

 ফের বিপাকে পড়ল টুইটার।  কখনও ‘‌সাম্প্রদায়িক ভাবাবেগে উস্কানি’‌র অভিযোগে, কখনও দেশের ভ্রান্ত মানচিত্রের জন্য। আবার কখনও চাইল্ড পর্ন কনটেন্টের জন্য। এবার টুইটারকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। জানাল, আগামী সাত দিনের মধ্যে ‘‌পর্নগ্রাফিক’‌ কনটেন্ট সরাতে হবে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, টুইটারকে সাত দিনের সময় দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য। তা না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ‘পর্নগ্রাফিক’ এবং ‘অশ্লীল’ বিষয়বস্তু সরানোর বিষয়টি এক সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, এ বিষয়ে কী পদক্ষেপ করা হল তা কমিশনকে ১০ দিনের মধ্যে জানাতে হবে। দিল্লি পুলিশেও অভিযোগ জানিয়েছেন রেখা শর্মা। তিনি এও বললেন, এর আগেও কমিশনের কাছে টুইটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জমা পড়েছিল। তখন টুইটারকে এই আপত্তিকর বিষয় নিয়ে জানানো হয়। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি।