জেলা

রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন

ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম- আহাদ আলী মল্লিক এবং ইয়াকুব শেখ। ধৃত দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়।  পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি, পাঁচটি দেশি বন্দুক এবং একটি নাইন এমএম পিস্তল। জেলা পুলিশের এক আধিকারিক জানান, এসটিএফ এবং বহরমপুর থানার অফিসাররা শনিবার রাতে বহরমপুর থানার অন্তর্গত মানকরা এলাকায় একটি হোটেলের কাছে অভিযান চালায়। সেখানেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্রে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি।  ধৃত ব্যক্তিদের বহরমপুর আদালতে পেশ করা হলে তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে কোর্ট। পুলিশ জানিয়েছে, বেলডাঙার বাসিন্দা আহাদ আলি মল্লিক সম্প্রতি ঝাড়খণ্ডে একটি বড় অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগাযোগ করে। এরপর সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে ইয়াকুব শেখের হাতে সেগুলো তুলে দিতে আসছিল বলে জানা গিয়েছে।