উত্তর ২৪ পরগণার আমডাঙায় দুই ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডল । মূল অভিযুক্তের নাম সন্তোষ পাত্র । তিনি বিধাননগর কমিশনারেটের কনস্টেবল । ঘটনায় মৃতদের পরিবারের তরফে আমডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরূপ ও সুমন্ত দুই ভাই । অভিযোগ, তাঁদের স্ত্রীদের কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল পাড়ায় কয়েকজন যুবক । ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে সন্তোষের বিরুদ্ধেও । এছাড়াও সন্তোষের সঙ্গে অরূপ ও সুমন্তদের কিছুদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । গতরাতে পাড়ার ঠাকুরতলায় বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন দুই ভাই । সেই সময় সন্তোষ কয়েকজন যুবককে নিয়ে আসেন । তাঁদের সঙ্গে বচসা শুরু হয় দুই ভাইয়ের । স্ত্রীদের উত্ত্যক্ত করার ব্যাপারে প্রতিবাদ করেন দুই ভাই । জমি নিয়েও তর্কাতর্কি শুরু হয় । প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় । তারপর তা বোমা ও গুলিতে পৌঁছায় । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্তোষই দুই ভাইকে লক্ষ্য করে গুলি করেন । অরূপ ও সুমন্ত গুলিবিদ্ধ হন । চিকিৎসার জন্য দু’জনকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন ।ঘটনার তদন্ত শুরু হয়েছে ।