দুবাইগামী বিমানের দুই যাত্রীর শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। এর পরেই সংক্রমণ এড়াতে আগামী ১৫ দিনের জন্য ভারত-দুবাই বিমান চলাচল বাতিল করা হল। আজ, শুক্রবার ১৮ সেপ্টেম্বর থেকে শুরু করে ২ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এই সাসপেনশন। গত ৪ সেপ্টেম্বরে জয়পুর থেকে দুবাইগামী ফ্লাইটের এক যাত্রী করোনা আক্রান্ত ছিলেন। এরপরেই দুবাইয়ের বিমান পরিবহন ও বিদেশ মন্ত্রকে তরফে জানানো হয় ভারত থেকে কোনও বিমান এখনই দুবাইতে আসবে না। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা আগামী ২ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার ভারত থেকে দুবাইগামী কোনও যাত্রীর শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলল। আজ শুক্রবার থেকেই ভারত-দুবাইগামী বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা শুরু হচ্ছে।