কলকাতা

এক ঝটকায় ৯ ডিগ্রি কমল তাপমাত্রা! আজকেও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা

আপাতত একটা শীত-শীত ভাব। ঝড়বৃষ্টিতে নামল পারদ। আর দিনের তাপমাত্রা বেশি নামায় কার্যত শীতের অনুভূতিই রাজ্যে। আগামীকাল, সোমবার থেকে তাপমাত্রা অবশ্য বাড়তে শুরু করবে। বুধ বৃহস্পতিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা বাড়তে পারে। আজ, রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির আশঙ্কা। বিকেল বা সন্ধ্যের দিকেই অবশ্য এর আশঙ্কা বেশি থাকবে।

দক্ষিণবঙ্গ
 
ঝড়বৃষ্টির জেরে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। কলকাতায় স্বাভাবিক থেকে নয় ডিগ্রি সেলসিয়াস নীচে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। সব জেলাতেই দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আজ তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। দিন ও রাতের তাপমাত্রা সোমবার থেকে ক্রমশ বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে সম্ভাবনা বেশি থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ দুই জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার থেকে বাকি জেলায় পরিষ্কার আকাশ।

উত্তরবঙ্গ
 
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কমেছে রাত ও দিনের তাপমাত্রা। আজ রবিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। ২৪ মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে পরিষ্কার আকাশ। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

কলকাতা

ঝড়বৃষ্টিতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমল। স্বাভাবিকের ৯ ডিগ্রি নিচে সর্বোচ্চ তাপমাত্রা। একদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল কলকাতায়। রাতের তাপমাত্রাও আরও নামল। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে।

আসাম ও ছত্তীসগঢ়ে

আসাম ও ছত্তীসগঢ়ে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য অক্ষরেখাটি উত্তর প্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। যেটি আবার ছত্তীসগঢ়ের ঘূর্ণাবর্তের উপর দিয়েই বিস্তৃত। আগামীকাল, ২৪ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।