কলকাতা

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত ২

ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই যুবকের। আজ, রবিবার সাত সকালেই দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। তাঁর বাইকের পিছনে বসে ছিলেন এক আরোহী। পুলিস সূত্রে খবর, পরমা আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে মা ফ্লাইওভার থেকে সোজা নীচে পড়ে যান বাইক চালক ও আরোহী। অতি সঙ্কটজনক অবস্থায়  দু’জনকেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। যদিও তাঁদের শেষরক্ষা হয়নি। ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কবলে পড়া বাইকটি ফ্লাইওভারের উপরেই ছিল। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছেন তাঁরা। মৃতরা বউবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের নাম- অনীশ রানা ও মহম্মদ দিলশাদ আলম। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিস।