পরপর ২বার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান উপকূলের নিকটবর্তী অঞ্চল। প্রথমে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল সংলগ্ন অঞ্চল। ৬.৩ মাত্রার পর ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই অঞ্চল। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরপর ২বার জোরাল মাত্রার কম্পনের জেরে ওই এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দুপুর ২টো ৪৫ মিনিটে জাপানে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। জোরালো কম্পনের রেশ কাটিয়ে উঠতে না উঠতে আবার কেঁপে ওঠে দ্বীপের মাটি। কুরলি দ্বীপে বিকেল ৩টে ৭ মিনিট নাগাদ আবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এ বার কম্পনের মাত্রা হয় ৫। দু’টি ভূমিকম্পের মাঝে ব্যবধান ছিল মাত্র ২২ মিনিটের।