কলকাতা

নির্বাচন কমিশনের সবুজ সঙ্কেত পেতেই পুজোয় ক্লাবগুলির জন্য ২০১ কোটি ৯১ লক্ষ টাকার অনুমোদন রাজ্যের

নির্বাচন কমিশনের সবুজ সঙ্কেত পেতেই ক্লাব এবং পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য এবছর ২০১ কোটি ৯১ লক্ষ টাকা অনুমোদন করল রাজ্য অর্থ দপ্তর।  কমিউনিটি পুলিসিংয়ের অঙ্গ হিসেবে মোট ৪০৩৮২টি ক্লাব/পুজো কমিটি/ অর্গানাইজারকে দেওয়া হবে এই টাকা। এর মধ্যে ৩৭,৩৮২টি ক্লাব/ পুজো কমিটি রাজ্যে পুলিশ এলাকার অন্তর্গত এবং ৩০০০টি কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত। রাজ্য পুলিশ মোট ১৮৬ কোটি ৯১ লক্ষ টাকা এবং কলকাতা পুলিশ ১৫ কোটি টাকা বন্টন করবে। যদিও পুজোর পরেই উপনির্বাচন রয়েছে রাজ্যের ৪টি বিধানসভা আসনে। বিধানসভাগুলি হল দিনহাটা, শান্তিপুর, খরদা, গোসাবা। ফলত নদিয়া, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা যেখানে নির্বাচন রয়েছে সেই জেলাগুলিতে মডেল কোড অফ কন্ডাক্টের (MCC) কথা মাথায় রেখে পুলিসের বদলে সিভিল অ্যাডমিনিস্ট্রশেন, একাউন্ট পে চেক দেবে। আরও জানান হয়েছে যে কোনও রাজনৈতিক ব্যাক্তিত্ব চেক প্রদানে উপস্থিত থাকবেননা এবং কোনোরকম অনুষ্ঠানও করা যাবে না।