জেলা

ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত ২

বিরিয়ানির দোকালে চলল গুলি, গুলিবিদ্ধ ২ জন ৷ সোমবার এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির দোকানে ৷ এলাকায় যথেষ্ট জনপ্রিয় এই দোকান ৷ এদিন ঘটনার সময় বেশ কয়েকজন ক্রেতা উপস্থিত ছিলেন ওই দোকানে ৷ গুলিতে আহত হয়েছেন এক ক্রেতা ও দোকানের এক কর্মচারী ৷ আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই দু’জনকে ভর্তি করা হয়েছে ব‍্যারাকপুরের বি এন বসু হাসপাতালে । ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত-ব‍্যারাকপুর রোডের ওয়ারলেস গেট সংলগ্ন ওই এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই শেখ রাজু নামে একজনকে আটক করেছে পুলিশ ৷ সূত্রের খবর, প্রদীপ সিং নামে দোকানের দোকানের এক কর্মচারীর বুকের বাঁ-দিকে গুলি লেগেছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ রাজেশ মণ্ডল নামে এক ক্রেতার আঙুলেও গুলি লেগেছে ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷ ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই গুলি চালনার ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এদিন ঘটনাস্থলে যান ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মা । তিনি জানিয়েছেন, বাইকে চড়ে তিন দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালায় ৷ বিরিয়ানির দোকান মালিক বাপি দাস বলেন,”সবে আমি কাউন্টার থেকে বাইরে বেরিয়েছি । এমন সময় গুলির আওয়াজ কানে আসে । প্রথমে ভেবেছিলাম পাখি মারার কোনও গুলির শব্দ । তারপর ছুটে এসে দেখি দোকানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দু’জন । তখন বিষয়টি বুঝতে পারি”। তাঁর দাবি,”দুষ্কৃতীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। একজনের বুকে গুলি লেগেছে । অন‍্যজনের হাতে”। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তোলা চেয়ে বাপি দাসের বাড়িতে হুমকি ফোন আসছিল ।