জেলা

আগামী ১৬ আগস্ট থেকে চালু হচ্ছে ২টি ইন্টারসিটি এক্সপ্রেস

১৬ আগস্ট থেকে ফের চালু হচ্ছে শিলিগুড়ি জংশন-কাটিহার ও শিলিগুড়ি জংশন-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। একইসঙ্গে চালু হবে আলিপুরদুয়ার-লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। করোনা সংক্রমণের জন্য ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছিল। শিলিগুড়ি জংশন থেকে প্রতিদিন বিকেল ৪টে ৪৫ মিনিটে ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা হবে, পৌঁছবে রাত ১১টা ২০ মিনিটে। আলিপুরদুয়ার থেকে প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে শিলিগুড়ি জংশনে ট্রেনটি পৌঁছবে সকাল ১০টা ৩০ মিনিটে। কাটিহারগামী ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে প্রতিদিন দুপুর ২টো ১৫ মিনিটে। কাটিহার থেকে প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে। শিলিগুড়ি জংশনে পৌঁছনোর সময় সকাল ১০টা ৪৫ মিনিট।