হ্যালোইনের রাতে বিভিন্ন উদ্ভট পোশাকে সাজার রীটি আছে। সেরকমই মধ্যযুগীয় পোশাক পরে এগিয়ে এসেছিল একজন। হাতে ছিল তরোয়াল। হ্যালোইনের রাতে নকল তরোবারি হাতে মধ্যযুগীয় পোশাক পরে ঘোরাটা মোটেই কোনও ব্যতিক্রমী বিষয় নয়। কিন্তু এই ব্যক্তির হাতের তরোয়ালটি ছিল আসল, খেলনা নয়। আর সেই তরোয়ালের আঘাতে প্রাণ গেল অন্তত ২ জনের, আরও ৫ জন গুরুতর জখম হয়েছেন। রবিবার ভোরে যা নিয়ে আতঙ্ক ছড়ালো কানাডার কেবেক শহরে। কানাডার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে কেবেক সিটি-র ঐতিহাসিক ওল্ড কেবেক পাড়ায়। শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনের কাছ থেকে প্রথম তরোয়ালের আঘাতের খবর পেয়েছিল পুলিশ। তারপর ওই এলাকাতেই কোলা তরোয়াল হাতে দাপিয়ে বেরিয়েছিল মধ্যযুগের পোশাক পরা ওই দুষ্কৃতী। তার সেই মধ্যযুগীয় বর্বরোচিত হামলায় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় দু’জনের। বাকি পাঁচজনকে গুরুতর আঘাত-সহ ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।