জেলা

দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর উপর বাইক দুর্ঘটনা, মৃত ২

দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর উপর দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ৷ বাইক নিয়ে সেতুতে ওঠার মুখে বাধা পেয়ে ভুল লেন দিয়ে ফিরতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের৷ জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সাবির মণ্ডল (২২) ও বাচ্চু মণ্ডল (৩০)৷ দু জনেই উত্তর চব্বিশ পরগণার বাঁদুড়িয়ার বাসিন্দা৷ এ দিন ওই দুই যুবক বাইক নিয়ে দক্ষিণেশ্বরের দিক দিয়ে নিবেদিতা সেতুতে উঠে পড়েন৷ কিন্তু বালিতে টোল প্লাজার কাছে এসে তাঁরা আর বেরোতে পারেননি৷ তখন বাইক ঘুরিয়ে ফের দক্ষিণেশ্বরের দিকে ফিরতে শুরু করেন তাঁরা৷ কিন্তু যে লেন ধরে তাঁরা ফিরছিলেন, সেটি ধরে সব গাড়ি দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে যায়৷ তার উপর কোনও সতর্কতা অবলম্বন না করেই দুরন্ত গতিতে ছুটছিল বাইকটি৷ দুই যুবকের মাথায় হেলমেটও ছিল না৷ আচমকাই দক্ষিণেশ্বরের দিক থেকে আসা একটি গাড়ির সামনে পড়ে যায় বাইকটি৷ সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইক আরোহী এক যুবক রাস্তায় ছিটকে পড়েন৷ আর অন্য জন উড়ে গিয়ে একটি পণ্যবাহী গাড়ির ছাদের উপরে গিয়ে পড়েন৷ দুর্ঘটনার জেরে চারা চাকা গাড়িটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়৷ সেটির চালকেরও আঘাত লাগে৷ কিন্তু গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দু জনের মৃত্যু হয়৷ মৃতদের পরিবারে দুঃসংবাদ দেওয়া হয়েছে৷ তবে এই ঘটনায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে৷  যে রাস্তায় বাইক প্রবেশই নিষিদ্ধ, সেখানে হেলমেট বিহীন অবস্থায় দুই যুবক বাইক নিয়ে দক্ষিণেশ্বর থেকে বালির টোল প্লাজা পর্যন্ত কীভাবে চলে গেলেন, সেটাই বড় প্রশ্ন৷