জেলা

হুগলির ধনেখালিতে কালভার্ট সংস্কার চলাকালীন স্ল্যাব চাপা পড়ে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের

কালভার্ট সংস্কারের জন্য ভাঙার কাজ চলছিল ৷ সেই সময় হঠাৎ সিমেন্টের স্ল্যাব চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ মৃত্যু হয় দুই শ্রমিকের ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটে হুগলি জেলার ধনেখালির তেলের পাড় গ্রামে ৷ মৃতদের নাম শ্যামাপদ বারুই ও প্রতাপ জানা ৷ শ্যামাপদ পশ্চিম বর্ধমানের কৃষ্ণরামরামপুরের বাসিন্দা ছিলেন ৷ প্রতাপ জানার বাড়ি দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর এলাকায় ৷ এদিন পুরনো কালভার্টটি ভাঙছিলেন এই দুই শ্রমিক ৷ হঠাৎ কালভার্টের সিমেন্টের স্ল্যাব তাঁদের দু’জনের মাথায় ভেঙে পড়ে যায় ৷ স্থানীয়রা এই ঘটনার আওয়াজ পেয়ে ছুটে আসেন ৷ কিন্তু ভারী স্ল্যাব তোলার মতো কিছু না পেয়ে খবর দেওয়া হয় ধনেখালি থানার পুলিশকে ৷ পরে পুলিশের সহায়তায় ক্রেন এনে শ্রমিকদের উদ্ধার করা হয় ৷ ততক্ষণে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালের চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷