দেশ

Myanmar Earthquake: মায়ানমারের বিপদে পাশে ভারত, বায়ুসেনার আরও দুই বিমানে যাচ্ছে ত্রাণ

ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনার আরও দুটি বিমান। পড়শি দেশের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার সকালেই গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি C130J বিমান মায়ানমারে পৌঁছয়। সঙ্গে পাঠানো হয় একটি উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমও । ভারতীয় বায়ুসেনার আরও দুটি বিমান মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্যে প্রস্তুত। ভূমিকম্পে বিধ্বস্ত দেশবাসীর জন্যে ত্রাণ সামগ্রী বোঝাই করে পাঠানো হচ্ছে। হিন্ডন বিমান ঘাঁটি থেকে রওনা দেবে ভারতীয় বিমান বাহিনীর বিমান দুটি।

https://twitter.com/i/status/1905870604324180077