দেশ

অসমে পিএফআই’এর দুই শীর্ষ নেতা গ্রেফতার

 অসমে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিশ। অসমের বরপেটা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ধৃত দুজন যথাক্রমে অসম পিএফআই এর রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র অসম ইউনিটের রাজ্য সভাপতি আবু সামাদ আহমেদ । রাজ্য সম্পাদক পদে দায়িত্বে সামলাচ্ছিলেন জাকির হুসেন। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্র সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)কে বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে পিএফআই-এর একাধিক নেতা ও কর্মীকে গ্রেফতার করে তদন্তকারীরা। পিএফআই এর পাশাপাশি এর সহযোগী সংগঠনগুলিকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পিএফআই এর সহযোগী সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ক্যাম্পস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডরেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল ওম্যানস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, রিহ্যাব ফাউন্ডেশন কেরালাকেও বেআইনি ঘোষণা করা হয়।