এবার মেয়াদ বাড়তে চলেছে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের। এই বিষয়ে রীতিমতো আইন সংশোধনের পথে হাঁটল কেন্দ্র। নয়া আইনে ২ বছর করে মেয়াদ বাড়তে চলেছে দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্তাদের। সোমবার একটি অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। যেখানে জানানো হয়েছে, জনস্বার্থে ও নির্দিষ্ট প্রয়োজনে নতুন আইনে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানো যেতে পারে। সেই মেয়াদ বেড়ে আরও ২ বছর হতে পারে। তবে তা কখনওই দু’বছরের বেশি হবে না। মনে করা হচ্ছে, ইডি ও সিবিআইয়ের মতোই প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিতে চলেছে কেন্দ্র।
সিবিআই-ইডি প্রধানের পর এবার মেয়াদ বাড়তে চলেছে 'র' ও 'আইবি' শীর্ষকর্তারও pic.twitter.com/CUOgIMoQGO
— Banga News (@banganews24x7) November 15, 2021


